গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নতুনধারার প্রতীকী জুতা নিক্ষেপ

0

প্রেসনিউজ২৪ডটকমঃ গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নতুনধারা বাংলাদেশ এনডিবি প্রতীকী জুতা নিক্ষেপ ও বিক্ষোভ সমাবেশ করেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে ১৭ জুন বেলা ১১ টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

এসময় বক্তারা বলেন, মন্ত্রী-এমপি-সচিবদের অপরাধ-দুর্নীতির কারণে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বাড়ছে। তারা যদি দুনীতি থেকে সরে আসে, ভালো থাকবে বাংলাদেশ; আর তারা যদি অপরাধ-দুর্নীতি থেকে সরে না আসে সোচ্চার হবে বাংলাদেশের মানুষ; শ্রীলঙ্কার চেয়েও ভয়ংকর পরিস্থিতিতে তারা পরবে; যারা রাজনীতিকে পূঁজি করে দুর্নীতির রাম রাজত্ব বানাচ্ছে; যারা পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে দেশের মানুষকে কষ্ট দিচ্ছে; ছাত্র-যুব-জনতা তাদেরকে প্রতিহত করবেই।

এদেশে আইনের শাসন-দ্রব্য বিক্রি আইন এবং ধর্মীয় অবমাননারোধ আইন প্রনোয়নে নতুন প্রজন্মের দাবি উঠেছে টেকনাফ থেকে তেতুলিয়া; সেই দাবি বাস্তবায়ন হলে অন্তত দ্রব্যমূল্য বাড়বে না, অপরাধ-দুর্নীতি হ্রাস পাবে এবং খুন-গুম বন্ধ হবে।

প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, নতুনধারা ঢাকা মহানগর দক্ষিণের নেতা আবুল হোসেন, সদস্য শেখ লিজা, হুমায়ুন কবির জীবন প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নির্মমতার রাস্তা ধরে এগিয়ে চলছে মন্ত্রী-এমপি-সচিব-জনপ্রতিনিধি আমলারা; তাদের ইন্ধনেই দ্রব্যমূল্য বাড়ছে, গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধির ষড়যন্ত্র চলছে; এরা দেশের কল্যাণ নয়; দেশের মানুষের কল্যাণ নয়; নিজেদের কল্যাণের জন্য পদ্মা সেতু থেকে শুরু সকল রকম উন্নয়ন প্রকল্পের গল্প তৈরি করছে।

কারণ এরা কেউ-ই দেশের কথা ভাবে না, ভাবে বিদেশে থাকা ছেলে-মেয়ে-নাতি-পুতিদের কথা; ভাবে ক্ষমতায় আসার আর থাকার জন্য আমজনতার রক্তচোষার মধ্য দিয়ে আর্থিকভাবে বাংলাদেশকে পঙ্গু করার কথা। এখনই সময় সকল পরিবারতন্ত্র; স্বৈরতন্ত্র-স্বাধীনতা বিরোধী; ধর্ম বিরোধী-দুর্নীতিবাজদেরকে রুখে দেয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here