চাল,ডাল,আটা,রসুন,পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে

0
চাল,ডাল,আটা,রসুন,পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে

প্রেসনিউজ২৪ডটকমঃ প্রস্তাবিত ২০২০-২১ সালের বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে আয়কর কমানোর কথা বলা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার তার বাজেট বক্তৃতায় এ প্রস্তাব দেন। এর ফলে চাল, আটা, রসুন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম কমতে পারের।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে ব্যবসায়ীদের হাতে চলতি পুঁজির ঘাটতি লাঘবে এবং উৎসে করহার যৌক্তিকীকরণের লক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ কতিপয় পণ্যে আমি উৎসে আয়কর কর্তনের হার কমানোর প্রস্তাব করছি।

তিনি, চাল, আটা, আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি স্থানীয় পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে উৎসে আয়করের হার বিদ্যমান সর্বোচ্চ ৫ শতাংশ থেকে কমিয়ে ভিত্তিমূল্য নির্বিশেষে ২ শতাংশে নির্ধারণের প্রস্তাব করেন। অর্থমন্ত্রী রসুন ও চিনি আমদানির ওপর ৫ শতাংশ অগ্রিম আয়কর কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করেন।

নির্মাণ শিল্পের জন্য ব্যবহৃত রডের কাঁচামাল এমএস স্ক্র্যাপের স্থানীয় সরবরাহের ওপর উৎসে আয়কর ৫ শতাংশ কাটার পরিবর্তে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে হাঁস-মুরগির খাদ্য উৎপাদনের জন্য ব্যবহৃত কাঁচামাল আমদানির ওপর বর্তমানের ৫ শতাংশ অগ্রিম আয়কর কমিয়ে ২ শতাংশ করারও প্রস্তাব দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here