মতলব উত্তরে বলাইরকান্দি গ্রামে রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ

0
মতলব উত্তরে বলাইরকান্দি গ্ৰামে রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: মতলব উত্তরে সরকারি রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সুলতানাবাদ ইউনিয়নের বলাইরকান্দি গ্রামে।এলাকাবাসী জানায়, বলাইরকান্দি মৌজার ১৩৬ নং খতিয়ানের ইউনিয়ন পরিষদের নিজস্ব রাস্তাটি বলাইরকান্দি গ্রামের দুধ মিয়া দেওয়ানের বাড়ি হতে রাধেশ্যাম মাষ্টারের বাড়ি পর্যন্ত ৮০০ মিটার দৈর্ঘ্য এবং ১৪ ফুট প্রস্থ।

দুধ মিয়া প্রধানের বাড়ির সামনে (মসজিদের পাশে) মৃত মোয়াজ্জেম হোসেন দেওয়ানের দু’ছেলে মোঃ জহির ও মোঃ কাওসার একটি বসত ঘর নির্মাণ করেন । এতে সাধারণ মানুষের চলাচল বিঘ্ন ঘটে ।এ ব্যাপারে বলাইরকান্দি গ্রামের মৃত আলী আহমদের ছেলে নূরুল ইসলাম অভিযুক্তদের বিরুদ্ধে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মাসুদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি সহকারী কমিশনার(ভূমি) মহোদয় কে বিষয়টি অবগত করেছি ।এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন। অভিযুক্ত জহির ও কাউসার এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here