মায়া –মাফরুহা মিতু আহসান

0

মায়া –মাফরুহা মিতু আহসান

ক্ষনশ্বর এই মায়াময় একটা জীবন উড়ে যায় হাওয়ায় মেঘ নিরুদ্দেশ ধূলো মাখা ঝড় চৈত্রের ভর দুপুর এখনও কাটেনি সেই শৈশবের রেশ।
প্রকৃতির খেয়ালে ষড়ঋতু সাজে রঙে পালাক্রমে অদল বদল ক্ষণে ক্ষণে পাতা ঝরে যায় বেঁধে দেয়া সময়ে সময় ফিরে আসে কিছু বাঁধাধরা নিয়মে।
পাল্টে গেছে জীবন গল্প ছন্দ আর সুর একলা চলে পথিক অজানায় বহুদূর হয়তো তখন অপূর্ণ কিছু স্বপ্ন অজান্তেই পূর্ণতায় পথ খুঁজে বেড়ায়।
দিনের শেষে ধুসর গোধূলী সন্ধ্যায় পাখিরা ফিরে যায় পুরনো ঠিকানায় আঁধারের পর আলো ফিরে আসে ঝলমলে রোদ্দুর্র উঁকি দেয় জানালায়।
বেঁচে থাকা যেনো বিস্ময়কর অনুভব অজস্র প্রিয় মূহুর্ত মিলে এই তো জীবন বেলা শেষে অসীমে শূন্য খুঁজি যখন কি আর চাওয়া পাওয়া এই অচেনা ভুবন।
ক্ষনশ্বর এই মায়াময় একটা জীবন উড়ে যায় হাওয়ায় মেঘ নিরুদ্দেশ ধূলো মাখা ঝড় চৈত্রের ভর দুপুর এখনও কাটেনি সেই শৈশবের রেশ।
প্রকৃতির খেয়ালে ষড়ঋতু সাজে রঙে পালাক্রমে অদল বদল ক্ষণে ক্ষণে পাতা ঝরে যায় বেঁধে দেয়া সময়ে সময় ফিরে আসে কিছু বাঁধাধরা নিয়মে।
পাল্টে গেছে জীবন গল্প ছন্দ আর সুর একলা চলে পথিক অজানায় বহুদূর হয়তো তখন অপূর্ণ কিছু স্বপ্ন অজান্তেই পূর্ণতায় পথ খুঁজে বেড়ায়।
দিনের শেষে ধুসর গোধূলী সন্ধ্যায় পাখিরা ফিরে যায় পুরনো ঠিকানায় আঁধারের পর আলো ফিরে আসে ঝলমলে রোদ্দুর্র উঁকি দেয় জানালায়।
বেঁচে থাকা যেনো বিস্ময়কর অনুভব অজস্র প্রিয় মূহুর্ত মিলে এই তো জীবন বেলা শেষে অসীমে শূন্য খুঁজি যখন কি আর চাওয়া পাওয়া এই অচেনা ভুবন।
Aa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here