নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে এতিম মাদ্রাসা শিক্ষার্থীরা পেল খাদ্য সামগ্রী

0

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে নানা আয়োজনে পালিত হচ্ছে (২৩-২৯ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ফতুল্লার ইসদাইরস্থ জামিয়া কাদিরিয়া এতিমখানা ও লিল্লাহ এর ২০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, আটা, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ, চিনি ও লবণ। মঙ্গবার (২৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সামগ্রী নিজ হাতে অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়ের’র হাতে তুলে দেন জেলা সিভিল সার্জন ডা, মোহাম্মদ ইমতিয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা করোনা ফোকাল পার্সন ডা, মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডা, শিল্পী আক্তার, সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা আমিনুল হক, জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা শাকির হোসেন, জেলা ইপিআই সুপারিয়েনটেন্ডডেন্ট লুৎফর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ, জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ লিয়াকত আলী, আনোয়ার হোসেন ও শওকত জামান প্রমূখ।

Aa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here