শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের দুর্ভোগ চরমে

0

প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা প্রতিনিধি: লকডাউন শিথিল করে শপিং মল ও দোকান খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তের পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ নৌ-পথে ঢাকা আসতে শুরু করেছে। সড়কে গণপরিবহন না থাকায় শুক্রবার থেকেই মাদারীপুরের বাংলাবাজার হয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়াতে এসে যে যেভাবে পারছে সেভাবেই ঢাকায় আসছেন।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধের কথা বললেও ডাম্প ফেরিগুলো চলছে। যারা মাওয়া-শিমুলিয়া এসে নেমেছেন তাদের ঢাকা যাওয়ার কোনো যানবাহন ছিলো না। তাদের জন্য একমাত্র ভরসা মটরসাইকেল ও মাইক্রো। দ্বিগুণ, তিনগুণ ভাড়া দিয়ে ঢাকায় যেতে হচ্ছে এ পথের যাত্রীদের। যারা দক্ষিণ-পঞ্চিমাঞ্চল থেকে আসছেন তাদেরকেও গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। প্রাইভেটকার, মোটরসাইকেল কিংবা পায়ে হেঁটে যাচ্ছেন তারা।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, সকাল থেকে ফেরি চলাচল বন্ধ। তবে কেটাইপের ফেরি চালিয়ে যাচ্ছে বিআইডব্লিউটিসি। তিনি বলেন, অ্যাম্বুলেন্স বা লাশের গাড়ি পারাপারের জন্য ফেরি চালানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here