রূপালী তারারমেলা সংগঠনের উদ্যোগে ঢাবিতে যৌন নিপীড়ন বিরোধী সেমিনার।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ সামাজিক সংগঠন রূপালী তারারমেলার আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সেমিনার। এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড.মাহাবুবুর রহমান লীটু, সুপ্রিমকোর্টের আইনজীবী মাহবুবুর রহমান খান, প্রকৌশলী আতিক মামুনসহ অন্যরা। সেমিনারে মূল প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনটির কেন্দ্রিয় সমন্বয়ক জাহাঙ্গীর আলম গোলক।

বক্তারা, যৌন নিপীড়ন রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা বলেন, যৌন নিপীড়ন সামাজিক ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছে। তাই বৈষম্যহীন ও সুষম অর্থনৈতিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ দেন তারা।
পরে মমতাময়ী মায়েদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ আতিকুজ্জামান সোহেলের মা হাজী সাহিদা জামান। কর্ণফুলী পাওয়ার লিমিটেডের প্রকৌশলী আতিক মামুনের মা মোছঃ খাদিজা বেগম; খলিলুর রহমান ডাবলুর মা হাজী হালিমা হামিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here