ঢাকায়“শিশু কেন্দ্রিক জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প” পরিদর্শনে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ঢাকায়“শিশু কেন্দ্রিক জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প” পরিদর্শনে অস্ট্রেলিয়ার সিনেট সদস্যদের প্রতিনিধি দল ২০ জানুয়ারী রোজ সোমবার ২০২০ তারিখে বসিলা উচ্চ বিদ্যালয়ে শিশুদের গ্রিন ক্লাব, অক্সিজেন ব্যাংক এবং সবুজ-সুন্দর-নিরাপদ স্কুল গঠনের কর্মকান্ড পরিদর্শন করে। জলবায়ু পরিবর্তন অভিযোজনে শিশুদের কার্যক্রম সর্ম্পকে জানতে অস্ট্রেলিয়ার সিনেট মেম্বারদের এটি একটি। অস্ট্রিলিয়ান সরকারের অর্থায়নে ও সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় “শিশু কেন্দ্রিক জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প” টি কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ডেভলপমেন্ট (সিপিডি) ঢাকা উত্তর সিটি কর্পরেশন এর ওয়ার্ড নং-৩৩ এ বাস্তবায়ন করছে।

দুই যুগের বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত নারী,শিশু ও যুবকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে আসা সিপিডি নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন মোসলেমা বারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here