জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, থানায় মামলা বৃদ্ধা গ্রেপ্তার

0
জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, থানায় মামলা বৃদ্ধা গ্রেপ্তার

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে এগারো বছরের এক শিশুকে জাম গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিকুর রহমান (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বড়বগি ইউনিয়নের করমজা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে তালতলী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার করমজাপাড়া গ্রামের এ শিশুটি গত বুধবার বিকালে তার সহপাঠীদের সঙ্গে রাস্তার পাশে থাকা জাম গাছ থেকে জাম পাড়তে ছিলো। এমন সময় অভিযুক্ত সিদ্দিকুর রহমান শিশুটিকে জাম পেড়ে দেওয়ার কথা বলে পাশ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় শিশুটি ডাক চিৎকার দিলে মুখ চেপে ধরে। পরে শিশুটির অন্য সহপাঠীরা খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘরে সিদ্দিকুর রহমান ধর্ষণ করছে এমন অবস্থায় দেখতে পায়।

এসময় আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত সিদ্দিকুর রহমান দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে তালতলী থানায় মামলা দায়ের করেন। পরে এ মামলায় পুলিশ সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেন।ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘আমার মেয়ে সহজ-সরল হওয়ায় সিদ্দিকুর রহমান জাম গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে ধর্ষণ করেন। আমি এ ঘটনায় একটি মামলা করেছি। ধর্ষক সিদ্দিকুর রহমানের কঠোর শাস্তি চাই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে শনিবার মেডিকেল পরীক্ষার হাসপাতালে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here