হারিয়ে যাচ্ছে লাল শাপলা ফুল

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খালবিলে বিভিন্ন রঙের অজস্র শাপলা ফুল দেখা যেত। আর লাল শাপলার প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি থাকত মানুষের। শাপলা মানুষের খাদ্য তালিকায়ও সবজি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

অথচ অযত্ন অবহেলায় উপজেলার খালবিল থেকে হারিয়ে যেতে বসেছে শাপলা। তবে উপজেলার ছেংগারচর বোর্ড স্কুল সংলগ্ন ঢালীকান্দি যাওয়ার রাস্তার মোড়ের একটি ডোবায় সাঁরি সাঁরি লাল শাপলা জানান দিচ্ছে প্রকৃতি থেকে সৌন্দর্যের প্রতিক লাল শাপলা হারিয়ে যায়নি।

ওই ডোবায় বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান বলেন, সময়ের পরিবর্তনে মানুষের প্রয়োজনে আবাদি জমি ভরাট করে বাড়ি-ঘর, পুকুর, বনাঞ্চল, মাছের ঘের বানানোর ফলে প্রাকৃৃতিকভাবে শাপলা জন্মানোর জায়গাও কমে আসছে।

এছাড়া জমিতে অধিক মাত্রায় কীটনাশক প্রয়োগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে চাঁদপুরের মতলবের উপজেলা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে লাল শাপলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here