বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সুফিবাদ অগ্রণী ভূমিকা পালন করতে পারে : সাইফুদ্দীন আহমদ

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন: মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, বিশ্বে যখন শান্তি ও মানবতার লেশমাত্র ছিল না, এমনই এক ক্রান্তিলগ্নে মহান আল্লাহ্ আমাদের প্রিয় নবিজীকে (সা:) সমগ্র সৃষ্টিকুলের জন্য রহমতরূপে প্রেরণ করেন।

তিনি তার মহৎ আদর্শে অশান্ত পৃথিবীকে শান্তির নীড়ে রূপান্তর করেছেন। যুগে যুগে সুফি সাধকগণ প্রিয় নবিজী (সা) এর শান্তি, সম্প্রীতি, ন্যায়, সাম্য ও মানবতার চেতনাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন অবিরাম কষ্ট-সাধনার মাধ্যমে। সুফিবাদ ইসলামের মূলমন্ত্র। সুফিবাদ স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসার মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য অর্জনের পথ দেখায়। সুফিসাধকগণ ভালোবাসার মাধ্যমে মানুষের অন্তর জয় করেন বলেই হাজারও বছর ধরে তাদের সমাধিতে জাতি-ধর্ম-নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিরাজমান।

১০ জানুয়ারি রাতে চট্টগ্রাম শহরের চক বাজারের কাপাসগোলায় মাইজভাণ্ডার মনজিল সংলগ্ন মাঠে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা) উপলক্ষ্যে আয়োজিত সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, একবিংশ শতাব্দীতে দেশে দেশে যুদ্ধ-সংঘাত, জঙ্গিবাদ-সন্ত্রাস, সাম্প্রদায়িক দ্বন্দ্ব, সহিংসতা, বিভেদ-বৈষম্য বেড়েই চলেছে। এর মূল কারণ আধিপত্য বিস্তারের প্রবণতা, ক্ষমতার লিপ্সা, হিংসা-বিদ্বেষ, নৈতিকতার অবক্ষয়। সুফিবাদ মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে মানবিক গুণাবলি গড়ে তুলতে উদ্বুদ্ধ করে।

সুফিবাদী দর্শনের ধারক যারা, তারা বিপথগামিতার পথ পরিহার করে আলোকিত পথে অগ্রসর হতে সক্ষম হন। তাই বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সুফিবাদ অগ্রণী ভূমিকা পালন করতে পারে। বিশেষ অতিথি ছিলেন, মইনীয়া যুব ফোরামের সভাপতি, শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আহমদ আল হাসানী, মইনীয়া যুব ফোরামের কার্যকরী সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আহমদ আল হাসানী, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব আলহাজ্ব কাজী মহসিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূর মোস্তফা টিনু, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আমিনুল হক রমজু, পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ) উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক, কাজী মোহাম্মদ সেলিম রহমান।

জামতলা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মঞ্জুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন উরকিরচর মোহাম্মদীয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল ক্বাদেরী। আলোচক ছিলেন মুফতি বাকি বিল্লাহ্ আল আযহারি, মাওঃ সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, মাওঃ ওমর ফারুক নঈমী, হাফেজ মাওঃ নেছার আহমদ আশরাফি, মাওঃ রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মুফতি মাকসুদুর রহমান, মুফতি আজমাইন আসরার মাইজভাণ্ডারী, হাফেজ মাওঃ নাজের হোসাইন মাইজভাণ্ডারী, শায়ের মাওঃ মনসুর আলী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here