দেশের ৩২৮টি পৌর কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে ৭৫ জন অসুস্থ।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের ৩২৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় কর্মকর্তা-কর্মচারীরা বলেন, রোববার থেকে আমরা এ কর্মসূচি শুরু করেছি। প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচি অব্যাহত আছে। এখন পর্যন্ত ৭৫ জন কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

এতে আমাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে দেশের সব পৌরসভা বন্ধ থাকায় নাগরিক সেবা থেকে দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে দাবি মেনে নিতে আমরা প্রধানমন্ত্রীর ঘোষণা আশা করছি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপদেষ্টা কেজিএম মাহমুদ, এজেডএম আনোয়ার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here