ক্রীড়া চর্চাই অপরাধ দমনের হাতিয়ার: ইন্সপেক্টর মিজান

0

প্রেসনিউজ২৪ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরে মাহমুদনগর প্রিমিয়ার ক্রিকেটলীগের শিরোপা জিতেছে কর্ণফুলী শ্রমিক ইউনিয়ন। শুক্রবার রাত ৯টায় স্থানীয় বাংলা সিমেন্ট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনালে তারা প্রতিপক্ষ ইয়েস গ্রুপকে ৫৭রানের বিশাল ব্যবধানে পরাজিত করে এ শিরোপা জয় করেন। খেলার শুরুতেই ম্যাচের উদ্বোধণ করেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক,যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর ডালিম,মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,হাজী মাসুদ করিম টিপন,হাজী মোক্তার হোসেন মামুন,আলমগীর হোসেন প্রমুখ। ফাইনাল খেলার উদ্বোধণকালে মিজানুল ইসলাম বলেন,খেলাধূলা মানুষকে সুস্থ্য এবং সুন্দর রাখে।

যারা খেলাধূলায় মত্ত থাকে তারা কখনো অপরাধে জড়ায় না। জীবনে বড় কিছু হতে হলে নিজেকে খেলাধূলায় সম্পৃক্ত করতে হবে। তিনি আরো বলেন,সমাজে যত খেলাধূলার আয়োজন হবে মাদক সন্ত্রাস ততো হ্রাস পাবে। ক্রীড়া চর্চাই অপরাধ দমনের ব্যাতিক্রম হাতিয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here