খেলাধূলা ও ধর্ম চর্চ্চাই পারে যুব সমাজকে সঠিক পথে আনতে–নাসিক কাউন্সিলার খোরশেদ।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ শুক্রবার ”ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ”এর মাসদাইর শাখার উদ্যেগে আয়োজিত বিজয় দিবস ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।ফাইনাল খেলায় আশার আলো ক্লাব চ্যাম্পিয়ান ও মহা পতেংগা ক্লাব রার্নাস আপ হয়।পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৩নং ওর্য়াড কাউন্সিলার ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,বিশেষ অতিথি ছিলেন যুবদল নেতা নাজমুল কবীর নাহিদ,আওলাদ হোসেন,রিটন দে,মোঃশহীদ,রানা মুন্সী,আরাফাত খান বাবু,সুমন খন্দকার প্রমুখ। সভাপতিত্ব করেন মামুন খন্দকার। পুরুস্কার বিতরনের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে বলেন ১৩নং ওর্য়াড কাউন্সিলার ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন,আমাদেও নিয়মিত খেলাধূলার চর্চ্চা করতে হবে।কারণ একমাত্র খেলাধূলা ও ধর্মের অনুশীলনই পারে তরুণ ও যুব সমাজকে মাদক,ইভ টিচিং সহ সকল অপরাধ থেকে বিরত রাখতে।তিনি একই মাঠে ফুটবল,ক্রিকেট,কাবাডি খেলার প্রতিযোগিতা ও ইসলামী মাফিল আয়োজনের ঘোষনা করেন।তিনি মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়া সহ সকল মুক্তিযোদ্ধা ও রাজননৈতিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন কওে বলেন,অর্জিত স্বাধীনতাকে রক্ষা ও সমুন্নত রাখতে আমাদের ঐক্যবন্ধ হয়ে গনতন্ত্র ও ভোটাধিকার রক্ষা করতে হবে।

পুরুস্কার হিসাবে চ্যাম্পিয়ান দলকে ৩২ ইন্চি এলইডি টেলিভিশন ও রানার্স আপ দলকে ৮ ইন্চি এলইডি টেলিভিশন ও ব্যাক্তিগত পুরুস্কার দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here