সামান্য বৃষ্টিতেই পানির নীচে থাকে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। প্রতিটি সড়কেই বৃষ্টির পানির সঙ্গে যুক্ত হয়েছে ড্রেনের ময়লা পানি। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। রোববার (২ জুন) সকালের হালকা বৃষ্টিতে শহরের চাষাঢ়া, দেওভোগসহ কয়েকটি এলাকার প্রধান প্রধান সড়কে এমন দৃশ্য দেখা যায়।

শহরের দেওভোগ এলাকার বাসিন্দা আলী আহমেদ বলেন, সকালের হালকা বৃষ্টিতে সড়কে পানি জমে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ড্রেনের ময়লা পানি। এতে দুর্গন্ধও রয়েছে। তবে ড্রেন সচল থাকায় এ পানি বেশিক্ষণ জমে থাকবে না বলে প্রত্যাশা করেন তিনি।হালকা বৃষ্টিতেই ডুবছে না’গঞ্জের প্রধান সড়ক।

শহরের চাষাঢ়া এলাকার অস্থায়ী দোকানি রহমত জানান, সকালের হালকা বৃষ্টিতে সড়কে পানি জমে ডুবে গেছে। বৃষ্টির কারণে সকাল থেকে দোকানও খুলতে পারিনি। এ পানি দ্রুত নেমে গেলে মানুষের চলাচলে সুবিধা হবে, নয়তো দুর্ভোগে পড়বে সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here