দুনিয়ার রূপসজ্জা

0

দুনিয়ার রূপসজ্জা

মফিজুল ইসলাম, পিপিএম।
ওহে মানব তোমায়
সৃজিসে কি আমৃত্যু করে?
অথর্ব দুনিয়ার বয়স
লাখ, কোটি বছর ছাড়িয়ে
যারা গেছে চলে, এসেছে কি ফিরে?
ভেবেছ কি হায়
তুমিও যাবে চলে
আজ নয়তো কাল
মৃত্যু তোমায় নিবে কোলে তুলে।
একটি গল্প বলি, শুন দিয়া মন
চৌরাস্তায় এক বৃদ্ধ মহিলা দাড়িয়ে
দেখিতে বৃদ্ধ হলেও, রূপসজ্জায় সাজিসে এমন
দেখিয়া কাড়ে যে সবার মন।
যুবক বলে ওহে মহিলা
দাড়িয়ে আছ কেন শুনি,
বৃদ্ধা বলে দুলহান খুঁজি
তুমি যদি হও আমার, আমি হবো দুলহানি।
যুবক বিস্মিত হয়ে বলে
তুমি কি একা!
আগে কি হয়নি কখনো
কারো সাথে তোমার দেখা।
বৃদ্ধা হাসিয়া কহে, আরে বোকা
এক নয়, শত নয়, লক্ষ কোটি স্বামী ছিল
দিয়েছি তালাক তাদের
যদিও তারা থাকতে চেয়েছিল।
যুবক শুনিয়া বিস্মিত হয়ে বলে
এ কথা শুনে কে নিবে তোমায় তুলে!
বৃদ্ধা হাসিয়া কহে
তোমার মত লক্ষ যুবক
আমার পিছে বেহুশ হয়ে ঘুরিতেছে
তাদেরকেও আমি তালাক দিব
এ কথা জেনে ও বুঝে।।
বৃদ্ধা মহিলা আর কেউ নয়
দুনিয়া বয়োবৃদ্ধা,
বাবাকে, দাদাকে দিয়েছে তালাক সে
রূপেতে মজিবো, যদি না হই যোদ্ধা।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here