শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব- বিভাগীয় ডিআইজি আক্তারুজ্জামান

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান শাহীন ভোলা প্রতিনিধি॥ ভোলায় মাদক নিয়ন্ত্রন, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠনে তিন উপজেলার দশ কলেজের তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি’র এস এম আক্তারুজ্জামান মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (৩০ জুন) ভোলা জেলার উপ-শহর বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ফাতেমা খানম কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। এ সময় নিজে গান গেয়ে শিক্ষার্থীদের উজ্জিবিত করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, মাদক নিয়ন্ত্রণ, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠনে সরকারের পশাপাশি নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

এসব ক্ষেত্রে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে।তিনি বলেন মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানো, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মোবাইলের প্রতি যুব সমাজের মাত্রাতিরিক্ত আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা সহ নানাবিধ সামাজিক অবক্ষয় এর বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর রুপকল্প ২০৪১ বাস্তবায়নের আহবান জানান। আমাদের দেশে যেসব প্রাকৃতিক সম্পদ রয়েছে তার যথাযথ ব্যবহারের মাধ্যমে একটি সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব।এ জন্য সকলকে একযোগে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন, সহকারী অধ্যাপক আবুল বাশার, অভিভাবকদের মধ্যে কলেজ গর্ভনিংবডির সদস্য কামাল হোসেন, শিক্ষার্থীদের মধ্যে ফাতেমা খানম কলেজের আনন্দ দাস, সজল শীল, দৌলতখান মহিলা কলেজের সার্থী আক্তার, আবু আব্দুল্লাহ, জিনিয়া মেহের উপমা।

এ সময় তথ্য চিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার। শুরুতে কলেজ শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফাতেমা খানম কলেজের শিক্ষক অমিতাভ রায় অপু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here