দেশের আকাশে চাঁদ দেখা গেছে ঈদুল আজহা ১০ জুলাই

0

প্রেসনিউজ২৪ডটকমঃ  দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১০ জুলাই পালিত হবে মুসলিমদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ কথা জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন।

ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে। বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেল, ফলে আগামীকাল শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এই হিসেবে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here