জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন ময়মনসিংহের আমিনুল হক শামীম

0

প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম (ময়মনসিংহ জেলা প্রতিনিধি) জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যোগ দিতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) বাণিজ্য প্রতিনিধি দলের সাথে সফরসঙ্গী হয়েছেন সংগঠনটির সহসভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি আমিনুল হক শামীম।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রতিনিধি দল। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এফবিসিসিআই নেতারা জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন ও অন্যান্য অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশগ্রহণ করবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের উন্নয়নের বিষয়ে বিভিন্ন ফোরামে আলোচনা করবেন তারা।

আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর সম্মানে ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ‘বাংলাদেশ ফরওয়ার্ড : দ্য নিউ ফ্রন্টিয়ার ফর গ্রোথ’ শীর্ষক বৈঠকে অংশ নেবে প্রতিনিধি দল। বৃহস্পতিবার এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত ‘নিউ ওয়ার্ল্ড নিউ হোপ :ইউনাইটেড নেশনস অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন এফবিসিসিআই সভাপতি। শুক্রবার জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবে এফবিসিসিআই প্রতিনিধি দল।

ওইদিন সন্ধ্যায় আমেরিকা-বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্স আয়োজিত বৈঠকে অংশ নেবেন তারা। আগামী রোববার এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন এফবিসিসিআই সভাপতি। প্রতিনিধি দলে রয়েছেন- এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি আমিনুল হক শামীম, সালাহউদ্দিন আলমগীর ও এমএ রাজ্জাক খান রাজ, সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান, এমসিসিআই সভাপতি নিহাদ কবীর প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here