মতলব উত্তরে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

0
মতলব উত্তরে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, শিক্ষার একটি অংশ খেলাধুলা। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তাহলে মনমানসিকতা ভালো থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছেন। প্রতি মৌসুমেজাতীয় পর্যায়ে খেলাধুলা আয়োজন করেছেন। তিনি আরও বলেন, উন্নয়নের জন্য বিশ্বের মধ্যে বাংলাদেশকে এক নামে পরিচিত। এটা শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে।

তাই আসুন আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।

উপজেলায় ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান। আরো বক্তব্য রাখেন, বদরপুর আদমিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here