২৪ ঘণ্টায় ৩৪৭১ শনাক্ত, মৃত্যু ৪৬ জনের

0

প্রেসনিউজ২৪ডটকমঃ সারাদেশে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫২৩ জনে দাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৪৬ জন।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অ‌তি‌রিক্ত মহাপ‌রিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. না‌সিমা সুলাতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৯৫০ টি। এর মধ্যে আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯৯০ টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ৩ হাজার ৪৭১ জনের দেহে করোনা ভাইরাসের পজিটিভ পাওয়া গেছে। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৬ জন মারা গিয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছেন, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও বর্তমানে সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয় গত ডিসেম্বরের শেষ সপ্তাহে । ভাইরাসটি ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়া সহ বেশকিছু দেশে ছড়ালেও সবচেয়ে বেশি আঘাত হানে ইতালি, স্পেনসহ, ইউএস এ সহ ইউরোপের দেশগুলোতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here