চাঁদপুরে আ’লীগ নেতা ভুট্টো হত্যা মামলার  প্রধান আসামী সোহাগ ৫ দিনের রিমান্ডে

0
চাঁদপুরে আ’লীগ নেতা ভুট্টো হত্যা মামলার  প্রধান আসামী সোহাগ ৫ দিনের রিমান্ডে

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর:চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ব্যবসায়ী আজিজুর রহমান ভুট্টো হত্যা মামলার প্রধান আসামী হামিদুর রহমান খান সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ পরিদর্শক মোরশেদুল আলম ভূইয়া জানান,মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে চাঁদপুর সিনিয়র চীফ জুডিসিয়্যাল মেজিস্ট্রেট আদালতের বিচারক মো. কামাল হোসেন ৫ দিনের এই রিমান্ড মঞ্জুর করেন। দর্শক (এসআই) রাশেদ জানান, তিনি ভুট্টো হত্যা মামলার গ্রেফতার হওয়া প্রধান আসামী সোহাগ খানকে জিজ্ঞাসাবাদে জন্য ১০দিনের রিমান্ডের আবেদন করেন। ভার্চুয়াল আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে ২০ মে  গ্রেফতার হওয়া অপর ৩ আসামীর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ভার্চুয়াল আদালত। আসামীরা হলেন,মো. মুনসুর খান (৩৫), মোস্তফা খান কালু (৪৯) ও মো. সুমন খান (৩৫) মঙ্গলবার (২ জুন) সকালে চাঁদপুর সিনিয়র চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কামাল হোসেন ৩ দিনের এই রিমান্ড মঞ্জুর করেন।জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলা নং-১৬/২০ এবং ভার্চুয়াল মামলা নং-২৬৮/২০।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ জানান,  ভুট্টো হত্যা মামলার গ্রেফতার হওয়া প্রধান আসামী সোহাগ খানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। ভার্চুয়াল আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি জানান, (২ জুন) এজহার নামীয় গ্রেফতার হওয়া ৩ আসামীকে জিজ্ঞাসাবাদে জন্য ৭দিনের রিমান্ডের আবেদন করেন। ভার্চুয়াল আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জানাগেছে, গত ১৮ মে দিবাগত রাতে কুমারডুগি নিজ বাড়ীতে যাওয়ার পথে আজিজুর রহমান ভুট্টোকে পথিমধ্যে দূর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়।

পরে  তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় পরদিন ১৯ মে ভুট্টোর স্ত্রী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here