লালমনিরহাটে দুর্গম চরাঞ্চলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

0
লালমনিরহাটে দুর্গম চরাঞ্চলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

প্রেসনিউজ২৪ডটকমঃ ঝড়বৃষ্টি উপেক্ষা করে দুর্গম চরাঞ্চলে ছুটে গিয়ে ১২ বছরের এক শিশু কন্যার বাল্য বিয়ের আয়োন পন্ড করে দিলেন লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার এসিল্যান্ড।

সোমবার (১ জুন) বিকেলে উপজেলার পূর্ব ডাউয়াবাড়ি গ্রামে দূর্গম চরে এই ঘটনাটি ঘটেছে। জানাগেছ, সোমবার দুপুরে ঐ এলাকার রমজান আলী তার ৭ম শ্রেনীতে পড়ুয়া মেয়ের বিয়ে আয়োজন করে। এমন একটি গোপন খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সামিমা সুলতানা সেনাসদস্যসহ ঘটনাস্থলে যায়। প্রশাসন আগমনের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ির সবাই পালিয়ে যায়। পরে বিয়ে বাড়ির খাবর উদ্ধার করে স্থানীয় এতিম খানায় দেওয়া হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সামিমা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের উপস্থিতি বুঝতে পেরে সবাই পালিয়ে গেছে। স্থানীয়দের সতর্ক করে দেয়া হয়েছে, তারা যেন কোনভাবে ঐ বাল্য বিয়ে দিতে না পারে। এরপরও যদি বাল্য বিয়ের আয়োজন করা হয় তাহলে যেন আমাদের জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here