ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ঝিনাইদহ প্রতিনিধিঃ ‘ইশারা ভাষার প্রমিত ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে শুক্রবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র্যা লী বের করা হয়। র্যা লিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

পরে সমাজ সেবা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক লতিফ সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি, সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল সামী।

এছাড়াও উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মমিনুর রহমান, প্রবেশন অফিসার আব্দুল হাই সিদ্দিক, রেজিস্ট্রেশন অফিসার রোমানা ইয়াসমিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বাবলুর রহমান। বক্তারা, ইশারা ভাষার প্রমিত ব্যবহারে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি টেলিভিশনে ইশারা ভাষায় সংবাদ প্রচারের আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here