গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন ১৫ প্রার্থী

0
গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন ১৫ প্রার্থী

প্রেসনিউজ২৪ডটকমঃ মো:মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুর ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে মনোনয়ন পত্র দাখিলের ২১ এপ্রিল রবিবার শেষ দিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন অফিস জানায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন জমা দিয়েছে। তারা হলেন, গৌরীপুরে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু সোমনাথ সাহা,উপজেলা যুবলীগের সভাপতি সালাউল হক,সাবেক জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাশার। এদিকে, ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল রানা,গৌরীপুর সরকারী কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, সাবেক ছাত্রলীগ নেতা হারুণ উর রশিদ পবিত্র,জাতীয় পার্টির নেতা জহিরুল হুদা লিটন। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতজন। তারা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌর প্যানেল-২ মেয়র দিলুয়ারা দিলু,ছাত্রলীগ নেত্রী পরশমনি, নিলুফার ইয়াসমিন, তাসলিমা আক্তার কলি,মহিলালীগ নেত্রী নুরজাহান আক্তার, ফেরদৌসী নাসরিন।

সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে নির্বাচনে মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল,মনোনয়ন পত্র আপিল ২৪ এপ্রিল, আপিল নিস্পত্তি ২৭ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতিক বরাদ্ধ ২ মে,২১ মে মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here