উপজেলা নির্বাচনে মতলব দক্ষিণে মনোনয়নপত্র দাখিল করলে যারা

0
উপজেলা নির্বাচনে মতলব দক্ষিণে মনোনয়নপত্র দাখিল করলে যারা

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৮ মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও মতলব দক্ষিণ প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল মনোনয়ন পত্র দাখিলের শেষে দিনে জেলা রিটার্নিং
কর্মকর্তার কাছে তারা মনোনয়ন পত্র দাখিল করেন।

মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী । নির্বাচন কমিশন সূত্র জানাযায়, আজ সোমবার ছিল ১৫০টি উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

নির্বাচন কমিশন এ বছর উপজেলা নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করেছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায়ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম-এ ব্যবহার করা হবে। এটি বাংলাদেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।

উপজেলা চেয়ারম্যান পদে- মতলব দক্ষিণ উপজেলা পরিষদ ১. বি এইচ এম কবির আহমেদ, বর্তমান উপজেলা চেয়ারম্যান, সাধারন সম্পাদক, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ। ২. সিরাজুল মোস্তফা তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ এর নেতা।৩. সৈয়দ মঞ্জুর আহমেদ রিপন, সাবেক চেয়ারম্যান খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ। সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ। ৪. আব্দুর রশিদ পাটোয়ারী, আমির মতলব দক্ষিণ উপজেলা জামায়াত ইসলাম।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে-১. মোঃ শওকত আলী দেওয়ান, সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রলীগ নেতা মতলব দক্ষিণ উপজেলা ।২. আসলাম মিয়াজী।৩ . মোঃ শাহ আলম খান, ভাররপ্রাপ্ত সভাপতি উপাধি উত্তর ইউনিয় আওয়ামী লীগ। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে-১.নাজমা আক্তার আসমা, সভাপতি মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগ। ২. শাহিনুর বেগম, সভাপতি নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ। ৩ . ফাতেমা আক্তার, সাবেক মহিলা মেম্বার ও উপাধি উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সদস্য

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here