গণতন্ত্র মঞ্চ ছাড়ল গণঅধিকার পরিষদ

0
গণতন্ত্র মঞ্চ ছাড়ল গণঅধিকার পরিষদ

প্রেসনিউজ২৪ডটকমঃ গণতন্ত্র মঞ্চ ছাড়ল ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ। শনিবার (৬ মে) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, সরকারবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে শুধু গণতন্ত্র মঞ্চের মধ্যে সীমাবদ্ধ না থেকে যুগপৎ আন্দোলন আরও বেগবান করতে গণঅধিকার পরিষদ কাজ করবে।

তাছাড়া গণতন্ত্র মঞ্চের নেতাদের বিরূপ আচরণে নেতাকর্মীরা অনেকটা হতাশ ছিল।গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির দফতর সমন্বয়ক ও যুগ্ম-আহ্বায়ক শাকিল উজ্জামান জানান, সভায় ভোটারবিহীন সিটি করপোরেশন নির্বাচনের নামে রাষ্ট্রের অর্থ খরচ করে জনগণের সঙ্গে প্রহসনের নির্বাচন জনগণকে বর্জনের আহ্বান জানানো হয়।

একইসঙ্গে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সে লক্ষ্যে শুধুমাত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে জোটবদ্ধ কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে গণঅধিকার পরিষদের নিজস্ব উদ্যোগে চলমান যুগপৎ আন্দোলনে থাকা সকল দলের সঙ্গে রাজপথে সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সভায় সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে উদ্বেগ জানান কেন্দ্রীয় নেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ১২ মে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here