মতলব উত্তরে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামআতের  অভিষেক অনুষ্ঠান

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন: ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামআত মতলব উত্তর উপজেলা শাখা কমিটির  শপথ ও অভিষেক অনুষ্ঠান গত ৩০ আগষ্ট সকালে  হাশীমপুর দরবার শরীফ অনুষ্ঠিত হয়েছে। মতলব উত্তর উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামআতের  সভাপতি ,হাশিমপুর দরবার শরীফের সাজ্জাদানশীন,আল্লামা শায়খ আশফাক আহমদ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুফতি শাহ জালাল সিদ্দিকীর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি গোলাম মোস্তফা শাহ ।

বক্তব্য রাখেন  সিনিয়র সহ সভাপতি ও লবাইরকান্দি আল আমিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ওয়ালি উল্লাহ সরকার,আমিয়াপুর মাদ্রাসার সুপার মুফতি মাওঃ ফারুক আহমদ, রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মাওঃ ইসমাইল হোসেন,সাধারন সম্পাদক ও নেদায়ে ইসলাম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি আহমদউল্লাহ ,যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ দেওভোগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দীন হামিদী , সাংগঠনিক সম্পাদক মুফতি মাওঃ শফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক মাওঃইকবাল হোসাইন,যুগ্ম সম্পাদক মাওঃ আমিনুল হক সরকার, সহ- সাধারণ সম্পাদক মুফতি হাফেজ মাওঃমুরশেদ আলম সিরাজী, প্রচার সম্পাদক আল্লামা আনিসুর রহমান মাক্কী, সহ-সাংগঠনিক এইচ এম রফিকুল ইসলাম আত্তারী, দফতর সম্পাদক মাওঃহাবিবুল্লাহ, অর্থ সম্পাদক

হাফেজ কামরুল হাসান, শরীফ উল্লাহ দর্জি, চাঁনমিয়া মেম্বার প্রমুখ। প্রধান আলোচক মুফতি গোলাম মোস্তফা শাহ বলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ওলামায়ে কেরামকে ঐকবদ্ধ রাখতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।আজ মুসলীম জাতি বিভিন্ন ভাগে বিভক্ত যার কারনে মুসলিম জাতি নেতৃত্ব শুন্য। এই নেতৃত্ব অর্জন করতে হলে সব মুসলিমকে ঐক্যবদ্ধ হতেই হবে।একে অপরের কল্যাণেও এগিয়ে আসতে হবে।দেশের দিকে ও নজর রাখতে হবে যাতে কোন জঙ্গিগোষ্ঠী জঙ্গি হামলার করতে না পারে।
পরিশেষে দেশের জনগণের ও সংগঠনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন হাশীমপুর দরবার শরীফ এর  পীর সাহেব শায়খ আশফাক আহমদ সাহেব। উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here