বরগুনা তালতলীতে হরিণের চামড়া উদ্ধার

0

প্রেসনিউজ২৪ডটকমঃ মুঃ আঃ মোতালিব তালতলী (বরগুনা) প্রতিনিধি॥  বরগুনার তালতলীতে অবৈধ ভাবে সদ্য শিকার করা তিনটি হরিণের
চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। সোমবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার জয়ালভাংগা লঞ্চঘাট থেকে এমবি
পাথারঘাটা নামের একটি ছোট্ট লঞ্চে অভিযান চালিয়ে তাজা তিনটি হরিণের চামড়া উদ্ধার করে।

\কোস্টগার্ড সূত্রে জানা গেছে, চোরা শিকারীরা অবৈধভাবে সদ্য শিকার করা তিনটি হরিণের চামড়া পাচারের উদ্দেশ্যে পাথরঘাটা থেকে লঞ্চ যোগে তালতলী নিয়ে যাচ্ছিল। উপজেলার নিদ্রা-ছকিনা ও পাথরঘাটা জোনের কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তারা তালতলীর জয়ালভাংগা লঞ্চঘাটে লঞ্চটি ঘাট দেয়ার আগেই উপস্থিত হন। এমবি পাথারঘাটা নামের লঞ্চটি ঘাটে আসার সাথে সাথে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগের ভিতরে রাখা তাজা তিনটি হরিণের চামড়া উদ্ধার করে।

এ বিষয় পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম জানান, পাথরঘাটা থেকে লঞ্চ যোগে তালতলীর উদ্দেশ্যে হরিণের চামড়া ও মাংস পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার সাজু পিও এর নেতৃত্বে কোস্ট গার্ডে দুটি টিম তালতলী উপজেলার জয়ালভাঙ্গা নামক এলাকায়র লঞ্চে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগে রাখা তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং উদ্ধার হওয়া চামড়া তালতলী বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here