বরগুনার আমতলীতে মুজিববর্ষ উপলক্ষে উন্মুক্ত পদ্ধতিতে ভাতা ভোগী বাছাই।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ মু.আবদুল মোতালিব আমতলী (বরগুনা) প্রতিনিধি।। মুজিববর্ষ উপলক্ষে আমতলী সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গুলিশাখালী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীত মহিলা, অস্বচ্ছল প্রতিবন্ধি ভাতাভোগীদের বাছাই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ হাজার ৭’শ ৮১ জন উপকারভোগীকে এ কার্যক্রমের আওতায় আনা হবে। এরমধ্যে গুলিশাখালী ইউনিয়নে ২’শ ৩৫ জন উপকারভোগীর বাছাই করা হয়।

উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উন্মুক্ত ভাতাভোগী বাছাই কার্যক্রমের সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মনিরা পারভীন। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের বরগুনার উপ-পরিচালক মোস্তফা মাহমুদ সরোয়ার। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপ-সহকারী পরিচালক মোঃ জালাল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, সমাজসেবা অফিসের মাঠ পরিদর্শক মোঃ আজম চেীধুরী, ইউপি সদস্য মোঃ শানু মিয়া, সোহাগ মোল্লা, সাবিনা ইসলাম ময়না ও ফিরোজা বেগম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here