দেশের ১২ জেলায় নতুন ডিসি

0

প্রেসনিউজ২৪ডটকমঃ দেশের ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলি ও পদায়নের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে। নতুন জেলা প্রশাসকরা হলেন- আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান (ফেনী), ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. মোমিনুর রশিদ (শেরপুর), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের একান্ত সচিব বিশ্বাস রাসেল হোসেন (পাবনা)।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান (ঠাকুরগাঁও), জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন (পটুয়াখালী), জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ (মানিকগঞ্জ), প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) জহুরুল ইসলাম (পঞ্চগড়)। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খান (নরসিংদী), পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির (সাতক্ষীরা), মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুল (মুন্সিগঞ্জ) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদকে (নাটোর) ডিসি করা হয়েছে।

এ ছাড়া মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে খুলনায় বদলি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here