আজ আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা

0

প্রেসনিউজ২৪ডটকমঃ পবিত্র শবে বরাত পালিত হবে আজ সোমবার দিবাগত রাতে। এ উপলক্ষে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাসহ ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 রোববার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ নিষেধাজ্ঞা সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বহাল থাকবে বলে উল্লেখ করা হয়েছে তাতে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষায় এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য ঢাকা মহানগরে পুলিশ অর্ডিন্যান্স নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে যথাযথ ধর্মীয় মর্যাদায় শবে বরাত পালনের অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এর আগে গত বছর মহামারির জন্য ঘরে বসে ইবাদত করার কথা বলেছিল ধর্ম মন্ত্রণালয়।

এবার শাবান মাস শুরু হওয়ার কথা ছিল গত ১৫ মার্চ, সে হিসেবে শবে বরাতের ছুটি নির্ধারণ করা হয় ২৯ মার্চ। কিন্তু রজব মাস ৩০ দিনে শেষ হওয়ায় ১৬ মার্চ শুরু হয় শাবান মাস। ফলে শবে বরাত অনুষ্ঠিত হচ্ছে ২৯ মার্চ রাতে, সেহেতু পরদিন ৩০ মার্চ সরকারি ছুটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here