হেফাজতের ডাকা হরতাল উপেক্ষা করে বাস চালানোর ঘোষণা

0

প্রেসনিউজ২৪ডটকমঃ হেফাজত ইসলামের ডাকা রবিবার (২৮ মার্চ) হরতাল উপেক্ষা করে ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটের বাস-মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছে মালিক সমিতি। শনিবার (২৭ মার্চ) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন।

তিনি জানান, ফুলবাড়িয়া বাস- টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের বৈঠকে এ সিদ্ধান্দ নেওয়া হয়। খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতারা বলেন, আমার পরিবহন ব্যবসায়ী। হরতালে গাড়ির চাকা বন্ধ রেখে আমরা আমাদের লোকসান করতে চাই না।

এ দিকে হরতালে বাধা দিলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন হেফাজত ইসলামের নেতারা। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল হুশিয়ারি দিয়ে বলেছেন, কোনো হরতাল করতে দেয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here