আজ টিকা নিয়েছেন ২ লাখ ২৬ হাজার

0

প্রেসনিউজ২৪ডটকমঃ দেশে গণটিকাদান কর্মসূচির ১০ম তম দিনে আজও টিকা গ্রহণ করেছেন ২ লাখ ২৬ হাজার ৭৫৫ জন। এরমধ্যে ১ লাখ ৪৫ হাজার ২০৩ জন পুরুষ এবং ৮১ হাজার ৫৫২ জন নারী রয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ৬৮ হাজার ৭১৯ জন এবং নারী ৫ লাখ হাজার ৬৪৯ জন রয়েছেন।
এ পর্যন্ত টিকা গ্রহীতাদের মধ্যে ঢাকা বিভাগে ৪ লাখ ৪৫ হাজার ৪৬৯ জন। যার মধ্যে ঢাকা মহানগরীতে ২ লাখ ১৩ হাজার ৪১৬ জন রয়েছেন, ময়মনসিংহ বিভাগে ৭১ হাজার ৩৭৫, চট্টগ্রাম বিভাগে ৩ লাখ ৬৪ হাজার ৭৪২, রাজশাহী বিভাগে ১ লাখ ৮০ হাজার ৭৪২ জন, রংপুর বিভাগে ১ লাখ ৪৭ হাজার ২০৪, খুলনা বিভাগে ১ লাখ ৮১ হাজার ৬২১, বরিশাল বিভাগে ৭৬ হাজার ৮০৫ এবং সিলেট বিভাগে ১ লাখ ১৮ হাজার ৩৬১ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিলো। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে প্রথম দিন ৩১ হাজার ১৬০ জন, দ্বিতীয় দিন ৪৬ হাজার ৫০৯ জন, তৃতীয় দিন ১ লাখ ১ হাজার ৮২ জন, চতুর্থ দিন ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন, পঞ্চম দিন ২ লাখ ৪ হাজার জন, ষষ্ঠ দিন ১ লাখ ৯৪ হাজার ৩৭১ জন, সপ্তম দিন ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন, অষ্টম দিন ২ লাখ ২৬ হাজার ৬৭৮ জন, নবম দিন ২ লাখ ২৬ হাজার ৯০২ জন টিকা নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here