দেশের ইতিহাসের সংক্ষিপ্ত সময়ে বাজেট পেশ

0
দেশের ইতিহাসের সংক্ষিপ্ত সময়ে বাজেট পেশ

প্রেসনিউজ২৪ডটকমঃ দেশে করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল। অধিবেশনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এরপর অর্থমন্ত্রী বাজেট বক্তব্য শুরু করেন।

শুরুর প্রায় পৌনে একঘণ্টায় শেষ হয় ২০২০-২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন। অতীতে তিন থেকে পাঁচ ঘণ্টার মতো বাজেট বক্তব্য দেয়া হলেও করোনা পরিস্থিতির কারণে এবার সংক্ষিপ্ত পরিসরে বাজেট উপস্থাপন হয়েছে। এর আগে দেশের ইতিহাসে এত কম সময়ে বাজেট উপস্থাপন হয়নি।

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট পেশের দিন বৈঠক সব মিলিয়ে ৫০ মিনিট চলে। বাজেট পেশ ছাড়াও অর্থমন্ত্রী এ সময় অর্থবিল ২০২০ পেশ করেন। অর্থমন্ত্রী তার বক্তব্যের বড় অংশ ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করেন। এবারের বাজেট বক্তৃতা ছিল ১৩০ পৃষ্ঠার। যেটা চলতি ২০১৯-২০ অর্থ বছরেরই সমান। অর্থমন্ত্রী ৪৭ মিনিটের মতো বাজেট বক্তব্য দিলেও নিজে পাঠ করেছেন সব মিলিয়ে ৫/৭ মিনিটের মতো। বাকি পুরোটাই তিনি ডিজিটাল পদ্ধতিতে বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেট ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার, যা চলতি সংশোধিত বাজেটের চেয়ে ৬৬ হাজার ৪২৩ কোটি টাকা বেশি। চলতি সংশোধিত বাজেটের আকার হচ্ছে ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা। ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট যা জিডিপির ১৯ দশমিক ৯ শতাংশ। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জিডিপির আকার ধরা হয়েছে ৩১ লাখ ৭১ হাজার ৮০০ কোটি টাকা। ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here