শাওয়ালের চাঁদ দেখা গেছে ,আগামীকাল সারা দেশে ঈদ

0
শাওয়ালের চাঁদ দেখা গেছে ,আগামীকাল সারা দেশে ঈদ

প্রেসনিউজ২৪ডটকমঃ দেশের আকাশে রবিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার সারা দেশে উদযাপন হবে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

রবিবার (২৪ মে) সন্ধ্যার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়, আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল সারা দেশে ঈদ উদযাপন হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহসুদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের বরাত দিয়ে চাঁদ দেখার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন। এর আগে গতকাল শনিবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে জানানো হয়েছিল, শনিবার দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই ঈদ সোমবার হবে এবং এ বছর ৩০ রোজা পূর্ণ হবে।

এদিকে আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে এবং বাংলাদেশের মাদারীপুর জেলার অন্তত ৪০টি গ্রামে ৩০ হাজার মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করছেন। এরই মধ্যে এ বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিজ নিজ বাসা থেকে অজু করে মসজিদে ঈদের জামাতে আসাসহ ১৪টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে খোলা স্থানের পরিবর্তে কাছাকাছি মসজিদে অনুষ্ঠিত ঈদ জামাতে শারীরিক দূরত্ব নিশ্চিত করতেও নির্দেশনায় বলা হয়েছে।

ঈদুল ফিতরকে সামনে রেখে করোন ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি বিধিনিষেধ সত্ত্বেও গত কয়েকদিন ধরে নানা উপায়ে গ্রামে ফিরছেন মানুষ। ঈদে ঘরমুখো মানুষেরা জানাচ্ছেন, তারা ব্যক্তিগত উদ্যোগে সচেতন থেকেই বাড়ি ফিরছেন। তবে ঈদ ঘিরে এই বাড়ি ফেরা দেশে করোনার বিস্তারকে আরও প্রভাবিত করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here