১৬ এপ্রিলের মধ্যে সকল গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধের নির্দেশ।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ রয়েছে সব গার্মেন্টস। সব শ্রমিকই এখন ছুটিতে আছেন। এমন অবস্থায় ১৬ এপ্রিলের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের গত মাসের বেতন পরিশোধের নির্দেশ দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বেতন না দিলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রম প্রতিমন্ত্রী

এর আগে, করোনা পরিস্থিতির কারণে একবার পোশাক কারখানাগুলো বন্ধের পর আবারও খুলে দেওয়ায় সব শ্রমিকেরা ঢাকামুখী হন। একই দিন সন্ধ্যায় আবারো বন্ধের ঘোষণা দেওয়ায় বিপাকে পড়েন শ্রমিকেরা। শুধু তাই নয় বিভিন্ন কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান তাদের প্রায় সব পর্যায়ের শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের গত মার্চের বেতনও পরিশোধ করেননি।

উদ্ভুত এই পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দুপুরে বেতন পরিশোধের এই আদেশ দেন প্রতিমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here