জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

0

প্রেসনিউজ২৪ডটকমঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং করোনা ভাইরাসের সংক্রমণে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবন থেকে ভাষণ শুরু হয়।

বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাঁর ভাষণ সম্প্রচার হচ্ছে। জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাস নিয়ে দিকনির্দেশনা দিচ্ছেন।

এর আগে গত ১৭ মার্চ মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে ৭ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এ নিয়ে চলতি বছরে ২৫ মার্চের ভাষণ হবে তার তৃতীয় ভাষণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here