সারা দেশে উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ-উৎসবে নবান্ন উৎসব উদযাপিত।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ আজ পয়লা অগ্রহায়ণ। উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দেশব্যাপী উদযাপন করা হয়েছে নতুন ফসল তোলার বাঙালির চিরন্তন নবান্ন উৎসব। দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর অগ্রহায়ণ মাসের প্রথম দিন নতুন ফসল ঘরে তোলার কাজ শুরু করায় দেশের কৃষকের কাছে এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ।

শত বছরের এই অঞ্চলের কৃষকেরা নবান্ন উৎসব উদযাপন করে আসছেন এবং এটা ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এ উপলক্ষে রাজধানীতে বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে শিল্পীরা অগ্রহায়ণ মাসের প্রথম দিনকে স্বাগত জানিয়ে লোক সংগীত, লালন গীতি, রবীন্দ্র সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

উৎসব উদযাপনের জন্য কবি, চিত্রশিল্পী, সংগীত শিল্পী, বাউল ও সর্বস্তরের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here