ভোর পাঁচটায় উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বরিবার (১০ নভেম্বর) ভোররাত ৫টার দিকে পশ্চিম উপকূল অতিক্রম করেছে। ঝড়টি ক্রমশ দুর্বল হয়ে উত্তর, উত্ত-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। সকাল ৭টায় আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঘূর্ণঝড় উপকূল অতিক্রম করলেও উপকূলীয় অঞ্চল, পায়রা এবং মোংলা বন্দরের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতাভুক্ত থাকবে। অন্যান্য সংকেতও অপরিবর্তিত থাকবে।

তিনি বলেন, ঝড়ের কারণে কয়রায় সর্বোচ্চ ৯৩ কিলোমিটার দমকা বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, বরগুনা, পাথরঘাটা এলাকায় দমকা বাতাস ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here