বেশি দামে পিয়াজ বিক্রি করলে ব্যবস্থা: সাঈদ খোকন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ বাজার অস্থিতিশীল করতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পিয়াজ বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, সরকারের বেঁধে দেওয়া দামে পিয়াজ বিক্রি করতে হবে। কেউ যদি ক্রেতার কাছ থেকে দাম বেশি নেয় তাহলে ভ্রাম্যমাণ আদালত আজ থেকে দক্ষিণ সিটি করপোরেশনে অভিযান পরিচালনা করবেন এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

বুধবার সকালে রাজধানীর পলাশী বাজার পরিদর্শনকালে মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন। তিনি আরও বলেন, নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে। তবে পিয়াজের দাম কিছুটা বাড়তি থাকলেও অল্প সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। কোনো পাইকারি ব্যবসায়ী পিয়াজ মওজুদ করলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং প্রয়োজন হলে তার গুদাম সিলগালা করা হবে বলেও হুঁশিয়ারি করেন মেয়র।

সাঈদ খোকন বলেন, সরবরাহ স্বাভাবিক রয়েছে, কেউ বাড়িতে পিয়াজ কিনে চাপ সৃষ্টি করবেন না। দৈনন্দিন যতটুকু প্রয়োজন ততটুকুই কেনার আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here