বাড্ডায় বোমা তৈরির কারখানা থেকে ৬৫টি হাতবোমাসহ আটক-৩

0
বাড্ডায় বোমা তৈরির কারখানা থেকে ৬৫টি হাতবোমাসহ আটক-৩

প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর বাড্ডায় টেকপাড়া এলাকায় বোমা তৈরির কারখানা থেকে ৬৫টি হাতবোমাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বুধবার (২২ মে) রাতে ওই কারখানায় অভিযান চালানো হয়। এর আগে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে ওই এলাকা ঘিরে রাখার বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর।

পরে বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছলে অভিযান শুরু হয়। অভিযানের আগে লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর জানিয়েছিলেন, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here