স্বাধীনতার নতুন মানে – আফলাতুন নাহার শিলু

0

 

স্বাধীনতার নতুন মানে

-আফলাতুন নাহার শিলু

স্বাধীনতা মানে ত্যাগ আর ভোগের মাঝে এক যুদ্ধাবস্থা,
স্বাধীনতা মানে তোমার আমার নিরবিচ্ছিন্ন এক হওয়া।
স্বাধীনতা মানে তোমার ভিতরে ঊজ্জ্বল্য দান করে বিলীন হয়ে যাওয়া
স্বাধীনতা মানে ত্যাগের শিকার হতে হতে
দীনতাকে গ্রহণ করা।।
স্বাধীনতা মানে সত্যের সাথে তোমাকে মিলিয়ে বারবার পরখ করা
স্বাধীনতা মানে সমঝোতার সাথে
মিতালী স্থাপন করা।
স্বাধীনতা মানে নুইয়ে পড়া সাম্রাজ্যকে
কাঙ্খিত অবস্থায় উঁচু করে দেখা
স্বাধীনতা মানে দগ্ধতার আগুনে পোড়া ক্ষতকে কোয়ারেন্টাইনে রেখে শীতল করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here