না,গঞ্জ সদরে হাম-রুবেলার কর্মসূচি শুরু

0

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলায় হাম-রুবেলার কর্মসূচি শুরু হয়েছে।  শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টায় সদর উপজেলা টিকাদান কেন্দ্রে হাম-রুবেলার ক্যাম্পেইন ২০২০ এর উদ্বোধন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ, সদর উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মো. শাহজাহান হালদার৷, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. জাফর উল্লাহ্ ও মো. ইসমাইল হোসেন প্রমূখ।  জানা যায়, এ কর্মসূচির আওতায় জেলার ৬ লক্ষ ৬০ হাজার ৭১৭ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলার ৫টি স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিদিন এ টিকা প্রদান করা হবে।
জেলার মোট ৩১৯২টি কেন্দ্রে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। এছাড়াও ১ হাজার ৬৪টি আউট  সোর্স কেন্দ্রকে করোনার কারণে স্বাস্থ্যঝুঁকির বিবেচনা করে ৩ ভাগে বিভক্ত করে প্রতিটি স্বাস্থ্যকর্মি প্রতিটি ওয়ার্ডে ২ সপ্তাহ করে মোট ৬ সপ্তাহ কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here