না’গঞ্জ শহরে ফায়ার সার্ভিসের দুই দিন ব্যাপি মহড়া করলেন: আবদুল্লা আল- আরফিন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ জেলার মন্ডলপাড়া ফায়ার স্টেশন এর তত্বাবধানে হাজীগন্জ ও ফতুল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সহ ফায়ার কর্মী এবং আরবান কমিউনিটি ভলান্টিয়ার এর সমন্নয়ে নগরীর জিমখানা ও ইসদাইর বস্তিতে বৃহস্পতিবার এবং শুক্রবার ২ দিন ব্যাপী আগুন নির্বাপণ এর মহড়া পরিচালনা করা হয়।

মহড়াটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জোন-১ এর উপ সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল আরেফিন। তিনি এ সময় জানান মূলত মানুষকে সচেতন এবং আগুন লাগলে ভয় না পেয়ে তা যেন প্রথমিক পর্যায়ে নির্বাপন করতে পারে সে প্রশিক্ষণ এর জন্যই এ মহড়ার আয়োজন করা হয়েছে এবং সেই সাথে সকলকে যে কোন দুর্ঘটনা থেকে সচেতন থাকতে বলেছেন। কোথাও বড় কোন ধরনের দুর্ঘটনা ঘটলে সময় নষ্ট না করে দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ করেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হামিদুর রহমান(সিনিয়র স্টেশন অফিসার নারায়ণগঞ্জ) খন্দকার জান্নাতুল নাঈম( ওয়্যারহাউজ ইন্সপেক্টর), মো: সিরাজুল ইসলাম (ওয়্যারহাউজ ইন্সপেক্টর ঢাকা- ৬২) ও জনাব আলম হোসেন( সিনিয়র স্টেশন অফিসার ফতুল্লা) উক্ত মহড়ায় জিমখানা ও ইসদাইর বস্তিবাসীদের প্রাথমিক পর্যায়ে আগুন নির্বাপণ এর প্রশিক্ষণ প্রদান করা হয়।

স্থানীয় জনগন এ ধরনের প্রশিক্ষণ পেয়ে খুবই আনন্দিত হয়ে উক্ত মহড়ায় অংশগ্রহণ করে এবং তারা জানায় এটি ছিল খুব জরুরী একটি বিষয়.. তাই তারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সকল সদস্য বৃন্দ এবং আরবান কমিউনিটি ভলান্টিয়ার সদস্য বৃন্দ কে ধন্যবাদ জানিয়েছে এ ধরনের মহড়ার মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেয়ার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here