বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক “খাজা মহিউদ্দিন” রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভাষা সৈনিক খাজা মহিউদ্দিনের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। শহরের পাইকপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বাদ জোহর শহরের  ডিআইটিতে রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে খাজা মহিউদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, জাসদের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জ্বল ও আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুদ্দিন প্রমুখ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকার বাড্ডার বিটিআই ভবনে খাজা মহিউদ্দিন ইন্তেকাল করেন। সকালে মরদেহ নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড়ে তার পৈত্রিক বাড়িতে আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here