মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত  ও আহত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন:মাসুদুজ্জামান। 

0

প্রেসনিউজ২৪ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় নিহত  ও আহতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন মডেল গ্রুপ।

বৃহস্পতিবার(১০ই সেপ্টেম্বর) সকালে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার মডেল  গার্মেন্টসে হতাহতদের পরিবারের মাঝে এ আর্থিক অনুদান প্রদান করেন, মডেল ডি ক্যাপিটাল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান।

তিনি বলেন, মর্মান্তিক এ ঘটনায় আমরা মডেল ডি ক্যাপিটাল গ্রুপ শোক প্রকাশ করছি। আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি এ ঘটনায়। আমাদের দুজন স্টাফ নিহত হয়েছেন। এছাড়াও আরো যারা রয়েছেন তারা এ এলাকার আমাদেরই ভাই-ব্রাদার। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা শুধু আর্থিক সহায়তার মধ্যেই থাকতে চাই না। আপনাদের মধ্যে যারা চাকুরি করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং সিভি জমা দিন আপনাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা চাকুরি দেব।
প্রসঙ্গত, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালীন অবস্থায় পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে৷ এদের মধ্যে এখন পর্যন্ত ২৯জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে প্রায় ৪২ জনের মতো দগ্ধ হন।
এর আগে শনিবার(০৫ই সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান। তখন মর্মান্তিক এ ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মাঝে ৫০ হাজার এবং আহতদের মাঝে ৩০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here