করোনামুক্ত হলেন মানবতার অগ্রদূত বীর বাহাদুর খ্যাতাব প্রাপ্ত কাউন্সিলর খোরশেদ ও তার স্ত্রী

0
করোনামুক্ত হলেন মানবতার অগ্রদূত বীর বাহাদুর খ্যাতাব প্রাপ্ত কাউন্সিলর খোরশেদ ও তার স্ত্রী

প্রেসনিউজ২৪ডটকমঃ করোনার শুরু থেকে নানা সামাজিক কার্যক্রম ও আক্রান্ত বা উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের দাফন কাফনে এগিয়ে আসা দেশে বিদেশে আলোচিত মানবতার অগ্রদূত  বীর বাহাদুর খ্যাতাব প্রাপ্ত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রীর টেস্ট রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। তবে তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা করোনার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এবং তার ফুসফুসের ৫০ ভাগ অক্সিজেন না পাওয়ায় তিনি আরও কিছুদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।

শুক্রবার (০৫ জুন) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান কাউন্সিলর খোরশেদ। একইসঙ্গে তারও টেস্ট করানো হয় তবে তিনি করোনামুক্ত হননি। তার রিপোর্টে পজিটিভ আসলেও তার উপসর্গ না থাকায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তিনি আগামী ৭ দিন বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন।

আক্রান্তদের সেবা করতে গিয়ে ৩০ মে নিজেও করোনায় আক্রান্ত হন খোরশেদ। এর আগে গত ২৩ মে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। তবে আক্রান্ত হলেও তার কার্যক্রম থেমে নেই। তার টিম মেম্বারদের মাধ্যমে দাফন কাফনসহ সকল কার্যক্রম তিনি অব্যাহত রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here