হজে গিয়ে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত থাকলে,সৌদি সরকারের শাস্তি ঘোষণা

0
হজে গিয়ে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত থাকলে,সৌদি সরকারের শাস্তি ঘোষণা

প্রেসনিউজ২৪ডটকমঃ আন্তর্জাতিক ডেস্ক: প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভিক্ষাবৃত্তির জন্য হজকে ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করেছে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন। ভিক্ষাবৃত্তিকে নিষিদ্ধ ঘোষণা করে এমন কাজের জন্য শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে।

ঘোষণায় বলা হয়েছে: কোন ব্যক্তি যদি ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত থাকে বা অন্যকে প্ররোচিত করে তাকে বাংলাদেশি টাকার ১২ লাখ টাকার (৫০ হাজার রিয়াল) বেশি জরিমানা গুণতে হবে। এছাড়াও ৬ মাস পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

আবার কোন ব্যক্তি যদি ভিক্ষুকদের পরিচালনা করে এবং অন্যদের ভিক্ষা দলভুক্ত হয়ে ভিক্ষাবৃত্তি করতে প্ররোচিত করে, তাহলে তাকে বাংলাদেশি টাকায় ২৪ লাখ টাকা (১ লাখ রিয়াল) এবং ১ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে। ভিক্ষাবৃত্তির জন্য এ শাস্তি সৌদি নাগরিক এবং যারা সৌদি নাগরিক নন উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here