প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা ঃ ঝিনাদহের মহেশপুর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে সোমবার দুপুরে মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনা মুল্যে এলাকার ১৩ হাজার কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত খরিপ মৌসুমে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য সালাউদ্দীন মিয়াজী।সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানআজিজুল হক আজা, উপজেলা পরিষের সমিহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতন হেনা।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জানদ, ঝিনাইদহ অতিরিক্ত কৃষি সম্পসারণ কর্মকর্তা মহাইমেন মোহাম্মদ আক্তার,মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা,উপ সহকারী কৃষি কর্মকর্তা ফারুবুকজ্জামান প্রমুখ।পরে ১৩ হাজার কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন সংসদ সদস্য সালাউদ্দীন মিয়াজী।